নাইক্ষ্যংছড়িতে পার্বত্যমন্ত্রীর ১৯ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, বৌদ্ধ বিহার, সেচ ড্রেনসহ ১৯টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঘুমধুম ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে ফলক উম্মোচন করে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

পরে ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধুমাত্র সীমান্তবর্তী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১১৫কোটি, এলজিইডি ১৬০কোটি এবং জেলা পরিষদ ৪৬কোটি টাকাসহ মোট ৩শ ২১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামিতে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যানু অং চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামী লীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এর সভাপতিত্বে সমাবেশে আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু তাহের কোম্পানি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্বোধন, উন্নয়ন, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন