নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে প্রশিক্ষণ কর্মশালা

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা।

এ সময় হাফেজ মাও.জালাল উদ্দিন ফারুকীর কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন, বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. রুহুল আমিন।

বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি শামসুদ্দিন মুহাম্মদ রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাইনুদ্দীন খালেদ, প্রেস ক্লাব আহবায়ক মো. আবদুল হামিদ, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন হেলালী, নাইক্ষ্যংছড়ি থানার এসআই মো. মনির প্রমুখ।

এছাড়া কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, মুক্তিযুদ্ধা, ইউপি মেম্বার, শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এবং সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহনকারীরা মাদকদ্রব্য বন্ধ ও মাদকাসক্ততা থেকে রক্ষা পেতে নানা বিষয় তুলে ধরেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন