নিখোঁজের ১৪ দিন পর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান উদ্ধার

fec-image

গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজের ১৪ দিন পর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের চেয়ারম্যান একরাম (৪২) কে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে হ্নীলা বাজার থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভিকটিম একরাম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের শেড-৮০৮/৬, ব্লক-সি (এমআরসি-১৯৪১৩) এর মো. হাসিমের ছেলে।

এসব তথ্য জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, গত ৯ জুলাই টেকনাফের হ্নীলা বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয় ব্লক চেয়ারম্যান একরাম।

ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান অব্যাহত রাখে।

অবশেষে হ্নীলা বাজার থেকে রোহিঙ্গা একরামকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।

তাকে প্রথমে নয়াপাড়া আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

অধিনায়ক জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্ধার, চেয়ারম্যান, নিখোঁজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন