নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

fec-image

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে আজ এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। বুধবার (২৫ অক্টোবর) অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দলটি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার লক্ষ্য ষষ্ঠ শিরোপা জয়। যদিও এবারের বিশ্বকাপে অজিদের সেই ছন্দে দেখা যায়নি শুরু থেকে। চার ম্যাচ খেলে দু’টিতে জয় এবং দু’টিতে হেরেছে অস্ট্রেলিয়া। পঞ্চম খেলায় অস্ট্রেলিয়ার লক্ষ্য আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো শুধরানো।

ম্যাচটিতে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ডাচ বাহিনীর জন্য। আবার ডাচদের বিপক্ষে সতর্কও রয়েছে অজিরা। চলতি বিশ্বকাপে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে যেভাবে হারিয়েছে নেদারল্যান্ডস, তাতে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে প্রতিপক্ষকে।

ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২টিতিই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচগুলো ছিল অনেক আগের। আর বর্তমানে নেদারল্যান্ডস দলটাতে রয়েছে বেশকিছু ভালো ক্রিকেটার। ফলে অজিদের বিপক্ষে অঘটনও ঘটাতে পারে তারা।

নেদারল্যান্ডসের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টোয়নিসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ক্যামেরুন গ্রিন। এ দিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ডাচরা।

নেদারল্যান্ডস একাদশ
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকারেন।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন