‘পর্যটন বান্ধব সেবাকে ত্বরান্বিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে’

fec-image

কক্সবাজারে ‘পর্যটন বান্ধব সেবাকে ত্বরান্বিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে’সেজন্য সবাইকে আন্তরিক হতে অনুরোধ করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তিনি বলেন, কক্সবাজার জেলার পর্যটনের অনেক সম্ভাবনা। সেই সম্ভাবনাকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করা দরকার।

শুক্রবার (২২ এপ্রিল) ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।

শহরের কলাতলীতে তারকা হোটেলে টুয়াক সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের সুপার মো. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মইনুল হাসান পলাশ, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, ইউএনডিপির প্রতিনিধি মাহতাবুল হাকিম।

টুয়াক সাধারণ সম্পাদক এ.কে.এম মুনিবুর রহমান টিটুর সঞ্চালনায় ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কক্সবাজার ওয়াপদা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রিদওয়ানুল কবির।

ইফতার মাহফিলে টুয়াকের প্রধান উপদেষ্টা মুফিজুর রহমান মুফিজ, ফাউন্ডার চেয়ারম্যান এমএ হাসিব বাদল, সাবেক সভাপতি এমএম সাদেক লাবু, সিনিয়র সহসভাপতি হোসাইন ইসলাম বাহাদুর, সহ-সভাপতি ইফতেকার আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আকতার নুর, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস তুষার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, পর্যটন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস আলি, অর্থ সম্পাদক নুরুল আলম রনি, দপ্তর সম্পাদক মো. ফারুক আজম, প্রকাশনা সম্পাদক মো. মুছা, কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিন, শাহ আলম, সাইফ সুলতানসহ টুয়াক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন