পানছড়ির মৌসুমী ফল এখনও ফরমালিন মুক্ত : শুরু হয়েছে এক শ্রেণির দুষ্ট চক্রের পায়তারা

FRUIT PIC

পানছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন বাজারগুলোতে শোভা পাচ্ছে মৌসুমী ফল আম, জাম, আনারস ও কাঁঠাল। বর্তমানে এসব ফল এখনো শতভাগ খাঁটি। যেখানে সারা বাংলার বিভিন্ন ফল-ফলাদিতে রাসায়নিক ক্যামিক্যাল তথা ফরমালিনের ছড়াছড়ি, সে তুলনায় পানছড়িতে আজও ছোঁয়া লাগেনি এই রাসায়নিক সন্ত্রাসীর।

তবে এক ধরনের দুষ্ট চক্র চেষ্টা চালাচ্ছে পানছড়ির সহজ সরল খেটে খাওয়া কৃষাণ-কৃষাণীদের ফরমালিন ও রাসায়নিক দ্রব্যাদির উপকারিতা বুঝাতে চেষ্ঠা করছে। মাঝে মধ্যে শহরমুখী মিনি ট্রাকগুলো পানছড়ির প্রত্যন্ত এলাকা হইতে কাঁঠাল লোড করতে গিয়ে কৃষকদের চোখে ফাঁকি দিয়ে ফরমালিন মিশ্রিত পানি ছিটিয়ে দেওয়ার চেষ্টা চালানোরও খবর পাওয়া গেছে।

খাগড়াছড়ি জেলার মধ্যে পানছড়ি উপজেলাটি কৃষি চাষের যথেষ্ট উপযোগী। তাই উপজেলার এপার থেকে ওপারে অভাব নেই বিভিন্ন ফলদ বাগানের। আম, জাম, লিচু, কলা, কাঁঠাল, আনারস, কমলা, লটকন, পেয়ারা ও লেবু পানছড়ির চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও রপ্তানি হচ্ছে। তাছাড়া দামও এলাকার সর্বসাধারণের আওতার মাঝে।

সুস্বাদু আম্রফালি প্রতি কেজি: চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা, আনারস জোড়া ষাট টাকা, জাম প্রতি কেজি বিশ টাকা দরে বর্তমান পানছড়ি সদর বাজার সহ বিভিন্ন গ্রামীণ রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে। এসব ফল-ফলাদি আজো রাসায়নিক সন্ত্রাসমুক্ত। দুষ্ট চক্রের প্ররোচণায় এলাকার কৃষকরা যাতে ফরমালিন সহ বিভিন্ন রাসায়নিক ক্যামিক্যালের ব্যবহার শিখতে না পারে সেজন্য এলাকার সচেতন মহলকে সজাগ দৃষ্টি রাখা দরকার বলে মনে করছেন অনেকেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন