পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের জন্য ওয়াদুদ ভূইয়ার বিকল্প নাই: জ্যোতিশ্বর চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি:

‘পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের জন্য ওয়াদুদ ভূইয়ার বিকল্প নাই’ মন্তব্য করে বাবু জ্যোতিশ্বর চাকমা বলেন, আমরা ওয়াদুদ ভূইয়ার উন্নয়ন দেখেছি৷ তিনি যেমনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তেমনি সকল সম্প্রদায়ের নিকট একজন গ্রহনযোগ্য নেতা৷ তাই আমরা আজ দৃঢ় ভাবে বিশ্বাস করি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও উন্নয়নের জন্য ওয়াদুদ ভূইয়ার বিকল্প নাই৷ শনিবার চাকমা সম্প্রদায়ের খাগড়াছড়ি জেলার নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন৷

সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে শান্তি ও উন্নয়নের জন্য কাজ করতে আমি অতীতের মত বর্তমানেও অঙ্গীকারবদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনায় দৃঢ় বিশ্বাসী৷ কারণ আমাদের দল বিএনপি একটি অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী৷ ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সকল সম্প্রদায়ের সকল বর্নের লোক তাদের সকল ধর্মীয় অধিকার স্বাধীন ভাবে পালন করেছে৷ তাছাড়া বিএনপির শাসন আমল গুলোতে ধর্মীয় অনেক স্থাপনা তৈরি হয়েছিল৷ যার মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, গীর্জা, কেয়াং, প্যাগোড়া সহ অনেক ধর্মীয় স্থাপনা৷ তিনি বলেন, আমার অতীতের কর্মকান্ডের জন্য আজকে আমি সকল সম্প্রদায়ের সকল স্তরের সানিধ্য লাভ করেছি এবং বিশ্বাস স্থাপন করতে পেরিছি৷ এটি আমার জন্য অনেক বড় পাওয়া৷ আমি আমার ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে আপনাদের মাঝে থাকতে চাই এবং কাজ করতে চাই৷ যার জন্য আগামী জাতীয় নির্বাচনে আপনারা বিএনপি’র পাশে থেকে বিএনপি’র প্রার্থীকে জয়ী করতে তিনি চাকমা সম্প্রদায়ের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান৷

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবু ননী গোপাল চাকমা, বাবু সুনীতি বিকাশ চাকমা, বাবু নিবারণ চাকমা, বাবু প্রজ্ঞা জৌতি চাকমা প্রমুখ৷ বাবু ননী গোপাল চাকমা বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জন্য আমরা ওয়াদুদ ভূইয়ার পাশে থেকে আগামী জাতীয় নির্বাচনে ওয়াদুদ ভূইয়াকে পার্বত্য এলাকার অভিভাবক হিসেবে পূর্বের মত প্রতিষ্ঠিত করব৷ এবং এক্ষেত্রে যা যা করনীয় আমরা তাই করব৷ বাবু সুনীতি বিকাশ চাকমা তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও শান্তির লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে হবে৷ বাবু নিবারণ চাকমা বলেন, পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ওয়াদুদ ভূইয়ার বিকল্প নেই৷ বাবু প্রজ্ঞা জৌতি চাকমা বলেন, উন্নয়নের রুপকার ওয়াদুদ ভূইয়া ও বিএনপিকে ভালবেসে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হয়ে আজ আপনার কাছে এসেছি৷

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম.এন. আবছার, ছাত্র বিষয়ক সম্পাদক মো: আলাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন পাটোয়ারী, জেলা কৃষক দলের সভাপতি এম এ হান্নান প্রমুখ৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন