আর্থিক সহায়তা প্রদানকালে ব্রিগেডিয়ার জেনারেল মোহতাশিম

পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতির লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

fec-image

খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী বলেছেন, পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতির লক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই শান্তি সম্প্রীতি যারা নষ্ট করতে চাইবে তারা কেউ শান্তিতে থাকতে পারবে না এবং অতীতেও কেউ পার পায় নি। অস্ত্র দিয়ে চাঁদাবাজি সন্ত্রাসীদের সকল কর্মকান্ড প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

রবিবার (২৫ জুন) রাঙ্গামাটির লংগদু সেনাজোনের সদর দপ্তরে ২০৩ পদাতিক রিজিয়ন কমান্ডার কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে স্থানীয়দের মাঝে উপর সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করার সময় এসব কথা বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।

এ সময় লংগদু জোনের সৌজন্যে, তাদের দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় জনসাধারণ পাহাড়ি বাঙ্গালি ১৮ জন অসহায় গরীবদের মাঝে ঈদ- উল- আযহা উপলক্ষে ১২ জনকে নগদ ৪৯ হাজার চারশো টাকা এবং প্রয়োজন অনুযায়ী আরো ৬ জনকে ল্যাপটপ, নলকূপ, টিন, সেলাই মিশিন, সিলিং ফ্যান প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, অত্র জোনের উপ অধিনায়ক মেজর রিফাতুজজাকের, আরএমও ক্যাপ্টেন যুবায়েরসহ এলাকার চেয়ারম্যান, হেডম্যান কারবারিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অশান্তি, পাহাড়, শান্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন