পাহাড়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার

রাঙামাটিতে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের সমাপনীতে এমপি চিনু


Fish Week End -2

রাঙামাটি প্রতিনিধি:
পাহাড়ে আ্ত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় এখানকার হতদরিদ্র জেলে পরিবার পরিবারগুলোকে রেশন প্রদানের পাশাপাশি এখানে প্রান্তিক মৎস্য চাষিদের বিনামূল্যে মাছের পোনা প্রদান করছে বলে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত সংসদীয় আসনের সংসদ সদস্যা ফিরোজা বেগম চিনু এমপি।

মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্যা ফিরোজা বেগম চিনু এসব কথা বলেন।

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বলেন, রাঙামাটি জেলা মৎস্য কমিটির আহবায়ক বৃষকেতু চাকমা, জেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজার কমান্ডার মাঈনুল ইসলাম বিএন, সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা রুম্মানা রহমান শম্পা প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রাঙামাটি জেলায় তিনজন সফল মৎস্যচাষীকে পুরস্কৃত করার পাশাপাশি ২০জন দরিদ্র মৎস্যচাষিকে বিনামূল্যে মাছের পোনা সরবরাহ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন