পাহাড় ধসের ঝুঁকিতে কাপ্তাইয়ের ৫শ পরিবার

fec-image

পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে রাঙ্গামাটি কাপ্তাইয়ের ৪নং কাপ্তাই ইউনিয়ন এর লগগেইট এবং ঢাকাইয়া কলোনির ৫শত পরিবার। ভারী বর্ষণ হলে যেকোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। প্রতিবছর বর্ষা মৌসুম আসলে অতি বর্ষণের ফলে মাটি পড়ে হতাহতের ঘটনা ঘটে এই এলাকায়। ফলে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে সতর্ক করে দেওয়া হচ্ছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনসাধারণদের।

রবিবার (৬ জুন) বিকেল ৪টা হতে ৬টা পর্যন্ত কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে কাপ্তাই লগগেইট এবং ঢাকাইয়া কলোনিতে ঘরে ঘরে গিয়ে প্রচার প্রচারনা এবং জনগণকে সচেতন করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং কাপ্তাই ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ঝুঁকিপূর্ণ স্হানে বসবাসকারীদের কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য অনুরোধ জানান।

এইসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ইউপি সদস্য সজিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এ সময় সাংবাদিকদের জানান, এখন বৃষ্টির মৌসুম, ভারী বৃষ্টি হলে যেকোন সময় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে, তাই আমরা তাদেরকে নিরাপদ আশ্রয় হিসাবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাই।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, অতি বর্ষণের ফলে এই এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে, তাই আমরা তাদেরকে অনেক আগে থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করে আসছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, পরিবার, পাহাড় ধস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন