পেকুয়ায় আ’লীগ প্রার্থীর মিছিলে গুলি

গুলিবর্ষণ

কক্সবাজার প্রতিনিধি:

পেকুয়ায় ক্ষমতাসীন দল আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থীর মিছিলে দুর্বৃত্তের গুলি। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এতে কোন ধরনের হতাহত হয়নি। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে ৩১মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পেকুয়া সদর ইউনিয়ন থেকে ক্ষমতাসীন দল আ’লীগের মনোনীত প্রার্থী এ্যাডভকেট কামাল হোসেন নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ওই দিন সন্ধ্যায় নৌকা প্রতীকের সমর্থনে পেকুয়া বাজারে নির্বাচনী কার্যলয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়।

সভা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়ন পরিষদ চৌরাস্তার মোড়ে পৌছলে পেছন থেকে হঠাৎ পর পর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। দিকবিদিক ছুটাছুটি করে পথচারীরা। আতংক ছড়িয়ে পড়লে মুর্হুতের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। যান চলাচলও বন্ধ হয়ে যায় প্রায় আধা ঘন্টা। চরম উত্তেজনা দেখা দেয় বাজার জুড়ে। যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়ে যাত্রীরা।

খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছেন বলে পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া জানিয়েছেন। আ’লীগের কয়েকজন নেতা দাবি করেছেন, মিছিলটি শান্তিপূর্ণভাবে হলেও বিএনপি‌র প্রার্থী বাহাদুর শাহ’র ইন্ধনে পরিকল্পিতভাবে এ্যাডভকেট কামাল হোসেনের মিছিলে গুলি ছোড়া হয়েছে।

তারা দাবি করেন, বিএনপি ইতিমধ্যে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের এলাকায় জড়ো করেছে। তাদের হাতে প্রচুর আগ্নেয়াস্ত্রও মজুদ আছে। ইউপি নির্বাচনে প্রভাব খাটাতে তারা এসব অস্ত্র আগে থেকে সংগ্রহ করে রেখেছে। তারা জানায় পুলিশ এখনো নিরব ভূমিকায় রয়েছে। অস্ত্র উদ্ধারে পুলিশ কোন ধরনের কার্যকর পদক্ষেপ নেয়নি। পুলিশের রহস্যজনক ভুমকিায় বিএনপির অস্ত্রধারী ক্যাডাররা মিছিলে গুলি ছোড়াতে দুঃসাহস দেখিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন