পেকুয়ায় এইচএসসির চেয়ে আলিমের পাশের হার এগিয়ে

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় পাশের হারে কলেজের চেয়ে মাদরাসা শিক্ষার্থীরা এগিয়ে। উপজেলার একমাত্র কলেজ শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের পাশের ৭২.৪১।

মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষায় পেকুয়া আনোয়ারুল উলুম মাদরাসা কেন্দ্রে উপজেলার ৬টি মাদরাসার ২১২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে রাজাখালী বি.আইইউ ফাজিল মাদরাসার ২জন জিপিএ ৫ সহ ২০৭জন পাশ করে। পাশের হার শতকরা ৯৭.৬৪।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শহীদ জিয়া বি.এম.আই ইনষ্টিটিউট ৫১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৫১ জন পাশ করে শতভাগ। জিপিএ ৫ অর্জন না করলেও ১৮জন এ গ্রেড, ১৮জন এ-গ্রেড, ১৪জন বি গ্রেড ও ১জন সি গ্রেড অর্জন করে। শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ৪০৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ২৯৪ জন পাশ করে। পাশের শতকরা হার ৭২.৪১।

শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান এ প্রতিবেদককে বলেন, অপেক্ষাকৃত নিম্ন গ্রেডের শিক্ষার্থী ভর্তি হওয়ায় জিপিএ-৫ সহ শতভাগ ফলাফল অর্জন সম্ভব হচ্ছে না। যারা পাশ করেছে তাদের ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে প্রত্যেকের গ্রেড এসএসসির তুলনায় আপ হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন