পেকুয়ায় এক যুবককে অপহরণের চেষ্টা করায় আদালতে মামলা

 

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া :

পেকুয়ায় এক যুবককে অপহরণের চেষ্টা করায় আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার সদর ইউনিয়নের মধ্যম গোঁয়াখালী মিটাবেপারী পাড়া এলাকার মৃত: করিমদাদ এর পুত্র নুরুল হুদা চকরিয়া পুরাতন বাস স্টেশন থেকে বেতুয়া বাজার এলাকার নেছার আহম্মদের পুত্র সালাহ উদ্দিন জোরপূর্বক অপহরণের চেষ্টা করার সময় হাতাহাতি হলে ঘটনাস্থলে লোকজন ও পুলিশ এগিয়ে আসলে সে প্রাণে বেঁচে যায়।  এসময় তারা তার কাছ থেকে মোবাইলসহ ৩০/৩৫ হাজার টাকা ও জায়গা জমির মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

পরে ওই যুবকের বড় ভাই নুরুল কাইয়ুম বাদী হয়ে মো: হাছানের পুত্র নাসির উদ্দিন, নেছারের পুত্র সালাহউদ্দিন, সফিকুর রহমানের পুত্র মফিজ আলম, মৃত: কবির আহম্মদের পুত্র আবুল হাসেম, গুরা মিয়া, কাইছারসহ ৬ জনকে বিবাদী করে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে।

এদিকে বাদী নুুরুল কাইয়ুম সাংবাদিকদের জানান, সালাহ উদ্দিন এলাকার মো: হাছানের মেয়ে হাসিনা বেগমের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে। সেই সুবাধে প্রেমিকা হাসিনার কথা মত সালাহউদ্দিন প্রেমিকাকে খুশি করার জন্য নুরুল হুদাকে অপহরণের চেষ্টা করেছিল। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলা করায় বিবাদীরা আমাকে ও আমার পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান করছে। আমি প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন