পেকুয়ায় নদীতে সাঁতার কাটতে গিয়ে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

fec-image

কক্সবাজারের পেকুয়ায় নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মুহাম্মদ ইব্রাহিম (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার সময় এ ঘটনা ঘটে। সে উপজেলার রাজাখালী ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে ও রাজাখালী বি ইউ আই ফাজিল মাদরাসার চতুর্থ শ্রেনীর ছাত্র।

এ সময় খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন দুপুর ১২টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এছাড়া চট্টগ্রামের ডুবুরি দলও টানা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

এ রিপোর্ট রিপোর্ট লেখা (রাত ৮টা) পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেন নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশখালী ছনুয়ারখালের রাজাখালী ভাঁখালী পয়েন্টে ইব্রাহিমসহ ৬/৭জন শিশু ছনুয়াখালের নদীর ওপারে ফুটবল খেলে সাঁতার কেটে এপারে আসছিল। এসময় মাঝখানে ইব্রাহিম নদীর পানিতে ডুবে যায়। অন্য শিশুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও ডুবুরিদল উদ্ধার তৎপরতা চলমান রাখে।

শিশু ইব্রাহিমের বড় ভাই জসিম উদ্দিন বলেন, ইব্রাহিম ছোট বেলা থেকে বিরল রোগে আক্রান্ত। মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার পরিবারে শোকের মাতম চলছে।

এদিকে পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শোয়াইবুল ইসলাম বলেন, উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন