কক্সবাজারে গাছ কাটতে বাধা দেওয়ায় হামলা, নিহত ১

fec-image

কক্সবাজার সদরের খুরুশকুল তেতৈয়া সওদাগর পাড়ায় সীমানার গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ছৈয়দুল হক (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছৈয়দুল হক মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশ চট্টগ্রাম থেকে বাড়িতে আনার পথে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। স্থানীয় বাসিন্দা ফয়েজ উল্লাহ খবরটি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ছৈয়দুল হকের বসতভিটার সীমানার একটি গাছ নিয়ে পার্শ্ববর্তী ইউসুফের সঙ্গে দীর্ঘদিন বিরোধ ছিল। এরইমধ্যে প্রতিপক্ষের লোকজন গাছটি কাটতে গেলে বাধা দেয় ছৈয়দুল হক।

এর জের ধরে গত ২৪ এপ্রিল রাত এবং পরের দিন সকালে ইউসুফ, তার ছেলে ওমর হামজা, ইসমাইলসহ আরও কয়েকজন মিলে ছৈয়দুল হককে দুই দফা মারধর করে। মাথায় কুড়াল আঘাতে গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান ছৈয়দুল হক।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নাজমুল হুদা বলেন, সীমানার বিরোধ নিয়ে হামলার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কাটতে, গাছ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন