পেকুয়ায় পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ৪১৬৬ জন

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় এ বছর পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থী ৪১৬৬ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য ইতিমধ্যে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খানের অফিস কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খান। আগামী ২৩ নভেম্বর সারাদেশের ন্যায় পেকুয়া উপজেলায় ৭ টি ইউনিয়নে ৭ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনে প্রাথমিক ও ইবতেদায়ী সর্বমোট পরীক্ষার্থী ১০১১ জন।

পরীক্ষার হলে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা ভারপ্রাপ্ত অফিসার মাসুদ হোসেন পলাশ, হলসুপারের দায়িত্ব পালন করবেন শিলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। টইটং উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী রয়েছে ৬১৮ জন। উক্ত কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নবাগত মৎস্য অফিসার আবদুল্লাহ আল মামুন, হল সুপারের দায়িত্ব পালন করবেন ফৈয়জুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরওয়ার আলম। শিলখালী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী রয়েছে ৪২৮ জন।

উক্ত কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজুর রহমান, হল সুপারের দায়িত্ব পালন করবেন ছালেহা কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন। রাজাখালী ইয়ারআলী খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৬৩৯ জন।

উক্ত কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা সমবায় অফিসার মিন্টু বড়ুয়া, মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম। মগনামা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৪৭০ জন। উক্ত কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সহকারী উপজেলা প্রকৌশলী হারু কুমার পাল, হল সুপারের দায়িত্ব পালন করবেন পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী।

বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী রয়েছে ৬৭৭ জন। উক্ত কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শামশুল হক পাটোয়ারী। পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার্থী রয়েছে ৩২৩ জন। উক্ত কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলাল হোছাইন, হল সুপারের দায়িত্ব পালন করবেন উত্তর মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেসুর রহমান।

পরীক্ষা অনুষ্টিত হওয়ার ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও উপজেলা শিক্ষা অফিসার তপন কান্তি চৌধুরী জানান, পরীক্ষা নেওযার ব্যাপারে যাবতীয় প্রস্ততি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন