পেকুয়ায় ৪দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

pekua_pic_brikka_mala_08-05-15 copy
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা/১৫ ইং উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকাল ৪ টার দিকে পেকুয়া মডেল জিএমসি ইনষ্টিটিউশন বাউন্ডারী সংলগ্ন চত্তরে উক্ত বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।

পেকুয়া উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় উক্ত মেলা উদ্বোধনের আগে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন মঞ্চে মো: ছৈয়দ আলম এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ,এইচ,এম মনিরুজ্জামান রব্বানী। প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মনজু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. আবদুল্লাহ আনসারী, ককসবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন মিয়াজী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকতা আমির উল্লাহ সিকদার। বক্তব্য রাখেন সার ডিলার মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাদত হোছাইন কুতুবী, ইমাম হোছাইন, জহিরুল ইসলাম কুতুবী, কাইসার উদ্দিন, গোলাম মোস্তাফা, বাপ্পী রানী সুশীল, মোকাদ্দেশ মু:রাসেল, নাছামিন আকতার, ইন্টানি জাহেদুল ইসলাম, ওমর ফারুক, সাদ্দাম, আকরামুল কবির, ইবনে হোছাইন, মুবিনুল হক, ইসমাইল হোছাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ ফিতা কেটে ৪ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। উক্ত বৃক্ষমেলায় বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের প্রায় ১০ টি স্টল স্থান পায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন