প্রতিবন্ধীদের জন্য গণসচেতনতা সৃষ্টি হয়েছে : বৃষকেতু চাকমা

fec-image

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, প্রতিবন্ধীরা কারো বোঝা নয়, প্রতিবন্ধী এখন কোন লজ্জার বিষয়ও নয়। প্রতিবন্ধীদের জন্য গণসচেতনতা সৃষ্টি হয়েছে। সকল পেশা শ্রেণির মানুষসহ বিত্তবানরা প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে রাঙ্গামাটির দুই শারীরিক প্রতিবন্ধী ও রাঙ্গামাটি ডায়াবেটিক হাসপাতালে মোট তিনটি হুইল চেয়ার বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সকলে অংশীদার হতে পারেন। অন্তত কিছু করতে না পারলেও প্রচার করে একটি মহান সামাজিক দায়িত্ব পালন করতে পারেন।

এ সময় রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক গিরি দর্পন পত্রিকার সম্পদক আলহাজ এ কে এম মকছুদ আহমেদ, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার, প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সহকারি প্রধান শিক্ষিকা সুমিয়া চাকমা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী, বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন