বাইশারীতে টমটম দুর্ঘটনায় ৫ উপজাতি নারী আহত

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে টমটম গাড়ি দুর্ঘটনায় ৫ উপজাতীয় নারী আহত হয়েছে।

সোমবার (২মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ইউনিয়নের বাইশারী বাজার সংলগ্ন স্টিল ব্রীজের পাশে বাইশারী -ইদগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড দৈয়ার বাপের মার্মা পাড়ার বাসিন্দা অংচাছিং এর স্ত্রী মিছাউ মার্মা (৬২), মৃত থোয়াছাপ্রু মার্মার স্ত্রী ওয়াংমাছিং মার্মা (৬০), মংলাওয়াং মার্মার স্ত্রী উখাইনু (৪৩), মিছা মার্মার স্ত্রী ক্যাওয়াইনু (৪০), থোয়াইছাছিং মার্মার স্ত্রী মুবাং মার্মা (৪৫)। আহতদের মাঝে ক্যাওয়াইনু ও মুবং মার্মার অবস্থা আশংকা জনক।

প্রত্যক্ষদর্শী উপজাতীয় নেতা নিউলামং মার্মা জানান পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের লোহারঝিরি মার্মা পাড়া থেকে ধর্মীয় অনুষ্ঠান (শ্রমণ) শেষ করে টমটম গাড়ীতে করে বাড়ি ফেরার পথে বাইশারী বাজার সংলগ্ন ব্রীজের কাছাকাছা পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ ধান ক্ষেতে পড়ে গিয়ে ৫ উপজাতীয় নারী আহত হয়। এসময় আহতদের শৌর চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে তাদের বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ২ জনের অবস্থা আশংকাজনক বলে পল্লী ডাক্তার ছৈয়দ কাজী জানান।

টমটম চালক সোরত আলম জানান, কিভাবে দুর্ঘটনার শিকার সে নিজেও বুঝতে পারে নাই। ওই ঘটনায় চালকও আহত হয়েছে। গাড়িটি জনতা আটক করেছে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম ও বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

ইনচার্জ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত কোন অভিযোগ লিখিত আকারে পায়নি। তবে সার্বক্ষনিক ঘটনার ব্যাপারে খবর রাখছেন। পাশাপাশি অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজাতীয়, বাইশারী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন