বাইশারীতে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান পিএইচপি রাবার বাগান

photo baishari

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ৮নং ওয়ার্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ক্রিকেট একাদশ কে হারিয়ে পিএইচ পি রাবার প্রোডাক্ট লি : একাদশ জয় লাভ হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়।

গত ১৭ এপ্রিল বিকাল ৩ টা ৩০মিনিটের সময় আলী মিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়া টুর্নামেন্টে প্রথমে ব্যাট করতে নামেন পি এইচ পি রাবার প্রোডাক্ট একাদশ । ১৫ ওভারে ৭ উইকেটে ২০৪ রান অর্জন করেন পিএইচপি একাদশ।পরে বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশ ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৯ উইকেটে ১৩৫রান সংগ্রহ করে ৬৯ রানের ব্যবধানে প্রতিদ্বন্ধী পি এইচ পি রাবার প্রোডাক্ট ক্রিকেট একাদশের নিকট পরাজয় বরণ করেন ।

এতে ৭০ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পি এইচ পি ল্যাটেক্র এন্ড রাবার প্রোডাক্ট লি : ক্রিকেট একাদশ । গত ১৭ মার্চ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে বাইশারী ইউনিয়নের মোট ৮ টি দল অংশ গ্রহণ করেন।। গত শুক্রবার ১৭ এপ্রিল মাসব্যাপী খেলায় ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে হাজারো দর্শক খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো:আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান ,পিএইচ পি রাবার প্রোডাক্ট লি: এর সিনিয়র ব্যবস্থাপক আমিনুল হক আবুল , সহাকারী ইনচার্জ ওমর ফারুক, সহকারী ইনচার্জ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুল হামিদ, পিএইচপি রাবার বাগানের সিনিয়র সুপারভাইজার নুরুল আলম।

বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদরসার সভাপতি আব্দুর রশিদ, পোলার রাবার বাগান ব্যবস্থাপক জাফর আলম, বটতলী বাজার সভাপতি বেলাল উদ্দীন, শ্রমিক দল বাইশারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী যুবলীগ নেতা ডাক্তার আব্দুর রহিম, সাবেক ছাত্রলীগ সভাপতি এন.কে রাশেদ, ছাত্রলীগ সভাপতি মো:শাহীন, কক্রবাজার ইন্টারন্যাশনাল হার্ভাড কলেজ শাখার সাধারণ সম্পাদক এন.এস.কে রিপন, ছাত্রলীগ নেতা মো: হাফেজ, যুবদল নেতা সেকান্দার ফরাজী, স্বেচ্ছা সেবকলীগ নেতা আব্দুল জলিল প্রমুখ।

গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ক্রিকেট টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন, ক্রীড়াবিদ মো:ইরফান ও নুরুল হক।খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ, চ্যাম্পিয়ন ও রানার আফ ট্রপি তুলে দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন