বাইশারী ইউনিয়ন পরিষদে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শুরু

9999 copy

আব্দুল হামিদ:
বান্দরবানের বাইশারী ইউনিয়ন পরিষদে ভি.জি.এফ এর আওতায় দুস্থদের মাঝে চাউল বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, আবু তাহের, জয়নাল আবেদীন, রমজান আলম, নুর মোহাম্মদ, থোয়াইছা প্রু মার্মা, মহিলা সদস্যা লাচিং মার্মা, সেলিনা আক্তার বেবী, আয়েশা ছিদ্দিকা প্রমুখ।

ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবু হানিফ রাজু জানান, শুক্রবার সকাল ৮টা থেকে ভি.জি.এফ এর আওতায় ২৪শত পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি এবং ইতি পূর্বে বন্যা দূর্গতদের জি.আর এর আওতায় ২৪শ’ পরিবার, এদের মধ্যে যারা অধিক পরিমাণ ক্ষতিগ্রস্ত তাদের জনপ্রতি ৩০ কেজি চাউল ও নগদ ৪শ’ টাকা প্রদাণ করা হয়েছে। বাকীদের ১০ কেজি করে চাউল করা হয়। শুক্রবাওে শুরু চাউল বিতরণ অনুষ্ঠান কোন ধরণের বিশৃংখলা ছাড়া সুষ্ঠভাবে চলছে।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, সরকারের দেওয়া চাউল ইতি পূর্বে ২৪শত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার থেকে আবারো ২৪শ’ দুস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে। শেষ না হওয়া পর্যন্ত যথাযথ দায়িত্ব পালন করে যাবেন বলে জানান।

ভি.জি.এফ চাউল বিতরণের ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোছাইন।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন