বাড়িতেই তৈরি করুন সানস্ক্রিন লোশন

sunscreen-lotion

লাইফস্টাইল ডেস্ক:
শীতের মিঠে রোদ হোক কিংবা গরমের কড়া রোদ, সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন লোশন মাস্ট৷শুধু সূর্যরশ্মি নয়, রান্নার সময় আগুনের তাপ এমনকি যারা দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাঁদের ত্বকেও সানস্ক্রিন লোশন লাগানো প্রয়োজন৷

কিন্তু অনেকের ত্বকেই কেমিক্যালযুক্ত সানস্ক্রিন নতুন ধরণের নানা সমস্যা তৈরি করে থাকে। কিন্তু যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় অর্গানিক সানস্ক্রিন, তাহলে কেমন হয়? আজ চলুন দেখে নেয়া যাক অল্প কয়েকটি উপাদানে খুব সহজে ঘরেই কীভাবে তৈরি করে নিতে পারেন এসপিএফ ১৫ মাত্রার কার্যকরী সানস্ক্রিন লোশন।

যা যা লাগবেঃ

– ২ টেবিল চামচ নারকেল তেল
– ১ টেবিল চামচ শিয়া বাটার
– আধা চা চামচ সিসেমি অয়েল (তিলের তেল)
– আধা চা চামচ অ্যালোভেরা জেল
-২ চা চামচ জিংক অক্সাইড পাউডার

জিংক অক্সাইড পাউডার ফার্মেসী এবং কেমিক্যালের দোকানে কিনতে পাওয়া যায়।

পদ্ধতিঃ

– প্রথমে একটি পাত্রে পানি দিয়ে আগুনে বসান। এরপর একটি বাটিতে শিয়া বাটার, নারকেল তেল নিয়ে ফুটন্ত পানির ওপরে দিয়ে দিন। গরম পানিতে শিয়া বাটার গলে মিশে যাবে।

– তারপর এতে সিসেমি অয়েল এবং অ্যালোভেরা জেল দিয়ে একটু নেড়ে নামিয়ে নিন। এরপর পুরো মিশ্রণটি ভালো করে নেড়ে সবকটি উপকরণ মিশিয়ে নিন।

– জিংক অক্সাইড পাউডারই মূলত এসপিএফ এর মাত্রা নির্ধারণ করে। এই উপকরণটি সবচেয়ে পরে মেশাবেন।

– জিংক অক্সাইড খুব ভালো করে মিশে গেলে পুরো মিশ্রণটি একটি বোতলে রেখে দিন।

– এই সানস্ক্রিনটি ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। প্রায় ৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন ঘরে তৈরি এই সানস্ক্রিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *