বান্দরবানে স্তন ক্যান্সার প্রতিরোধে সেমিনার

Bandarban rotari pic-23.5.2014

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান :

বান্দরবানে “স্তন ক্যান্সার প্রতিরোধ সচেতনতা” শীষক সেমিনার করা হয়েছে। শুক্রবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে রোটারী ক্লাব অব বান্দরবান ও বান্দরবান সেনা জোনের উদ্যোগে সেমিনারের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ,হ্লা।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী। রোটারী ক্লাব অব বান্দরবানে প্রেসিডেন্ট লক্ষীপদ দাশের সভাপতিত্বে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, ১৮ বীর বান্দরবান জোন কমান্ডার লে. কর্ণেল ইরফানুল ইসলাম খান, ৭ ফিল্ড এম্বুলেন্স এর অধিনায়ক লে.কর্ণেল মো. সাখাওয়াৎ হোসেন চৌধুরী,  ডিজিএফআই অধিনায়ক মুনতাসির মামুন, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, পৌর মেয়র জাবেদ রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, স্তন ক্যান্সার মরণব্যাধী রোগের নাম। এ রোগে সারা বিশ্বে হাজার মহিলা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়লে স্তন ক্যান্সারের ঝুকি অনেকটা কমে যায়। সচেনতা বৃদ্ধি ও সময় উপযোগী চিকিৎসা নিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেমিনারের প্রধান আলোচক স্তন বিশেষজ্ঞ ডাঃ রিফাত নাজনীন ও ক্যপটেন ডাঃ রিফাত নাজনীন শতশত নারীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

শনিবার সকাল ৮টায় বান্দরবান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রোটারী ক্লাব অব বান্দরবানে প্রেসিডেন্ট লক্ষীপদ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, ১৮ বীর বান্দরবান জোন কমান্ডার লে. কর্ণেল ইরফানুল ইসলাম খান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, পৌর মেয়র জাবেদ রেজা, এ্যাসিষ্টেন্ট গর্ভনর পিপি মো. নজরুল হোসাইন টুটুল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন