বান্দরবা‌নে বন দিবস উপল‌ক্ষ্যে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

fec-image

বন সংরক্ষ‌ণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব‌্যবহার এ প‌তিপাদ্যে আর্ন্তজা‌তিক বন দিবস উদযাপন উপল‌ক্ষ্যে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (২১ মার্চ) বিকা‌লে বান্দরবান জেলা প্রশাসকের স‌ম্মেলন ক‌ক্ষে সভায় পাল্পউড প্লা‌ন্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপ‌তি‌ত্বে এ‌তে প্রধান অ‌তি‌থি ছি‌লেন জে‌লা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি।

এসময় জেলা প্রশাসক ব‌লেন, বান্দরবা‌নের পাহা‌ড়ে প্রচুর বন র‌য়ে‌ছে। আর এসব বন রক্ষায় বন কর্তারা সবসময় নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। এসময় তি‌নি সকল‌কে নি‌জে‌দের বন রক্ষায় একসা‌থে কাজ ক‌রে যাওয়ার আহবান জানি‌য়ে তি‌নি ব‌লেন, বন শুধু সুন্দরই নয়, মানু‌ষের জীবন ধার‌ণের জন‌্যও ব‌নের ভূ‌মিকা অপরিসীম।

প্রতিপা‌দ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন বিভাগীয় বন কর্মকর্তা উপ বনসংরক্ষক হক মাহাবুব মো‌র্শেদ। এছাড়া পা‌নি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী, এনএসআই এর যুগ্ন প‌রিচালক মে‌া: মিজানুর রহমান, বন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন