বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ

fec-image

বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১’শত অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে আলোচনা সভা, শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিপ্রা দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী।

এদিন প্রাথমিক- মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ,খাতা,কলম, পেন্সিল, রাবার, সাপনার বিতরণ করা হয়।

স্কুল পর্যায়ে ২৬ জন শিক্ষার্থীদের মাঝে ১ হাজার, কলেজ পর্যায়ে ২৭ জনকে ২ হাজার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৩ জন শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার টাকা করে মোট ১০০ জনের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উত্তম খীসা, প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের উপ-পরিচালক জিতেন চাকমা প্রমুখ।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্যোগ, ফাউন্ডেশন, বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন