বিদ্যুতের তারে জড়িয়ে কাউখালীতে এক ব্যক্তির মৃত্যু

image_39663

আলমগীর মানিক, রাঙামাটি:

কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকঘর পাড়া এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল মোতালেব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। কাউখালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতবুনিয়ার ডাক বাংলো এলাকায় অবস্থিত রেকস্ ভিলিউন (প্লাইউড কারখানার) নিরাপত্তাপ্রহরী একই এলাকার বাসিন্দা মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ আব্দুল মোতালেব (৪৫) প্রতিদিনের ন্যায় দায়িত্ব পালন শেষে নিজ বাড়ীতে ফিরছিলো।

ডাকঘর পাড়া বৌদ্ধ বিহারের পাশ দিয়ে যাওয়ার সময় বেতবুনিয়া বিদ্যুৎ সরবরাহের ১১ হাজার কেভি লাইনের খুটির জন্য টানা ত্রুটিপূর্ণ তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকার লোকজন তকে উদ্ধারে এগিয়ে আসলেও বিদ্যুতের লাইন চালু থাকায় কেউ কাছে আসতে পারেনি। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করলেও তার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন যাবৎ এই খুটির আশে পাশে বিদ্যুতায়িত হয়ে অনেক গরু ছাগলের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বেতবুনিয়া বিদ্যুৎ বিভাগের লোকজনকে বলার পরও তারা ত্রুটিপূর্ণ লাইনটি মেরামত করতে আসেনি। তাদের অবহেলার কারণে এমন দূর্ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন। এঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন