বেলছড়ির নব-নির্বাচিত চেয়ারম্যান রহমত উল্যাহ‘র শপথ গ্রহণ



মাটিরাঙ্গা সংবাদদাতা : 

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান রহমত উল্যাহ শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে বেলছড়ি ইউনিয়ন পরিষদের অভিভাবক হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

রোববার বেলা দুইটার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যান মো: রহমত উল্যাহকে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: মাসুদ করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: শামছুল হক, সাধারণ সম্পাদক সুভাষ চাকমা প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: মাসুদ করিম দায়িত্ব আল্লাহর তরফ থেকে অর্পিত হয় উল্লেখ করে বেলছড়ির নির্বাচিত চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, ‘সাধারণ মানুষ আপনাকে জনপ্রতিনিধি হিসেবে যোগ্য ভাবায় ভোটের মাধ্যমে আপনাকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়েছে। তাদের বিশ্বাস ক্ষমতায় গিয়ে আপনি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। তিনি তাকে দায়িত্ববোধ বজায় রেখে কাজ করার অনুরোধ জানান।

 শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: আলাউদ্দিন লিটনসহ বেলছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মো: হারুনুর রশিদকে পরাজিত করে আওয়ামলীগ সমর্থিত প্রার্থী রহমত উল্যাহ চেয়ারম্যান নির্বাচিত হন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন