ভারতে মুসলিমদের সংখ্যা প্রায় ২০ কোটি

fec-image

২০২৩ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হতে পারে ১৯ দশমিক ৭ কোটি। গত বৃহস্পতিবার লোকসভায় এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

২০২৩ সালে ভারতে মুসলিম জনসংখ্যা হতে পারে ১৯ দশমিক ৭ কোটি। বৃহস্পতিবার লোকসভায় এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মালা রায়ের প্রশ্নের উত্তরে সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, মুসলমানরা মোট জনসংখ্যার ১৪ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালে তাদের জনসংখ্যার হার একই রকম হবে বলে অনুমান করা হয়েছে।

তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল ১৭ দশমিক ২ কোটি। তাছাড়া ২০২৩ সালে দেশটির মোট জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১৩৯ কোটিতে।

জাতিসংঘের হিসাবে এ বছরের মাঝামাঝি চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর দেশ হওয়ার কথা ভারতের। কিন্তু কিছু বিশ্লেষকের ধারণা, সেই ঘটনা আগেই ঘটে গেছে। এ বছরের শুরুতে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, ২০২২ সালের শেষে দেশটির জনসংখ্যা প্রায় আট লাখ কমে ১৪১ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। ১৯৬১ সালের পর এই প্রথমবার চীনের জনসংখ্যা কমেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত, মুসলিম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন