মহালছড়িতে মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রমের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ ও প্রশিক্ষণ

DSC04490

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি’র মহালছড়িতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রমের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মহালছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই গুলশান এর সভাপতিত্বে কার্ড বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

এতে আরো অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডা: মো: ইমরান হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিজয় কেতন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রব, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মনির উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় আলোচকবৃন্দ নিরাপদ মাতৃত্ব ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বিশদ ধারণা দেন। গর্ভকালীন মায়ের পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা করেন।

আলোচনা শেষে উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৮জন করে ৫টি ইউনিয়নে মোট ১৪০ জন দরিদ্র মায়ের এবং উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন