মহালছড়িতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়

index-
মহালছড়ি প্রতিনিধি :
মহালছড়ি, খাগড়াছড়ি ৩ জুন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ভোগ্যপণ্য সামগ্রীর দাম বা মূল্য নিয়ন্ত্রণে এবং স্থিতিশীল রাখতে ২ জুন বৃহস্পতিবার মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এলাকার ব্যবসায়ী , ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভায় রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ভোগ্য পণ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসা প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্য তালিকা টাঙ্গানো, খাবার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল রেস্তোরা, ইফতার সামগ্রী বিক্রেতা ভ্রাম্যমান ব্যবসায়ী সহ সকল ব্যবসায়ীদের নৈতিকতা রক্ষা করে নিজ নিজ ব্যবসা পরিচালনা করার আহ্বান জানানো হয় বক্তা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

উক্ত মত বিনিময় সভায় অতিথি ও আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সদর ইউপি চেয়ারম্যান/ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি প্রেস ক্লাব সভাপতি / দৈনিক খবরপত্র প্রতিনিধি দীপক সেন, মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, মাইসছড়ি বাজার সভাপতি ও বাজার চৌধুরী ইউপি চেয়ারম্যানগণ সংশ্লিষ্ট সরকারী বিভাগীয় কর্মকর্তাগণ। সভার শেষে রমজানকে খোশ আমদেদ জানিয়ে এবং রমজান সকলের জন্য শান্তির বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা করেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন