মহালছড়ি সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে চক্রবিহার নির্মাণ

 

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা :

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ‘একাতাই শক্তি, একতাই বল” কথাটির দৃষ্টান্ত স্থাপনে সিঙ্গিনালা মহামুনি বৌদ্ধ বিহারে চক্রবিহার নামের একটি ৬তল বিশিষ্ট ভবণ নির্মাণ কাজ সম্পূর্ণ এলাকাবাসীর আর্থিক ও কায়িক পরিশ্রমে নির্মিত হচ্ছে। বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মংরে মারমা’র সাথে কথা বলে জানা যায়, বিহারটির এক চতুর্থাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে অর্ধ কোটি টাকা।

আজ শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা যায়, আশ পাশের গ্রাম খিঅংসা পাড়া, আড়ি’ফা টং, আ’নফা টং পাড়া থেকে শত শত কিশোর-কিশোরী, আবাল, বৃদ্ধ বণিতা পূণ্য লাভের আশায় আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে নির্মাণ কাজে অংশ নিয়েছেন। কথিত আছে, ধর্মীয় যে কোন কাজে কায়িক শ্রম দিলে অধিকতর পূণ্য লাভ করা যায়। তাই দলে দলে স্বত:স্ফুর্তভাবে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ কাজে অংশ নিতে এসেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন