মাইসছড়ি ইউনিয়নের উন্মূক্ত বাজেট ঘোষণা

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে ২০১৬-১৭ অর্থবছরের উন্মূক্ত বাজেট ঘোষণা করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শান্ত শীল চাকমার সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ সচিব প্রীতি বিন্দু চাকমার সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ হলরুমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গণের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।

২০১৬-১৭ অর্থ বছরে সম্ভাব্য বাজেটে নিজস্ব তহবিল হিসেবে ৪ লাখ ৯৪ হাজার ৭৭ টাকা, অন্যান্য তহবিল ৪৯ লাখ ৩১ হাজার ৩ শত ৩৪ টাকা সর্বমোট ৫৪ লাখ ২৫ হাজার ৪ শত ১১টাকা বাজেট ঘোষণা করা হয়। এ অর্থ বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে, ৫৩ লাখ ৮৬ হাজার ১৬ টাকা।

বিগত বছরে সংশোধিত বাজেট ছিল, ৪২ লাখ ১৪ হাজার ৭ শত ৩৮ টাকা এবং পূর্ববর্তী অর্থ বছরের প্রকৃত বাজেট ৪৬ লাখ ২৯ হাজার ৯শত ৯২টাকা। এতে বিগত অর্থ বছরে মোট ব্যয় করা হয়েছে, ৪১ লাখ ৪ হাজার ২ শত ২০ টাকা।

বাজেট ঘোষণাকালে উপস্থিত গণ্যমান্যগণ এ ধরণের উন্মূক্ত বাজেট ঘোষণা করে মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শান্ত শীল চাকমাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন