মাটিরাঙ্গার বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে যমক পাঠ অনুষ্ঠান

25.12

সিনিয়র স্টাফ রিপোর্টার :

শুক্রবার রাতেই মাটিরাঙ্গার বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারে শুরু হতে যাচ্ছে যমক পাঠের অনুষ্ঠান। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুলামনি চৈত্যের উদ্দেশ্যে ৮৪ হাজার মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ভগবান বুদ্ধের দেশিত অভিধর্ম পিটকের যমক পাঠ অনুষ্ঠান শুরু হবে বলে জানিয়েছেন বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয় মিত্র। এতে যমক পাঠ পরিচালনা করবেন ভদন্ত জিনপ্রিয় থের।

এছাড়াও পূণ্যা প্রজ্ঞা সমিতির সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় থের ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস লোকজিৎ থের যমক পাঠ করবেন। পূণ্যানুষ্ঠানে আরো অনেক পূণ্যপ্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন বরঝালা মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয় মিত্র।

উল্লেখ্য, আগামীকাল শনিবার সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বৌদ্ধ মূর্তি দান, বৌদ্ধ মূর্তির জীবন প্রতিষ্ঠা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হবে। একই দিনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস লোকজিৎ থের‘র একক দেশনার মধ্য দিয়ে ইতি ঘটবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ধর্মীয় পূণ্যানুুষ্ঠানের।

শনিবার পূন্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন