মাটিরাঙ্গা পৌরসভার দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র

18.02.2016_Matiranga paurasava news pIC

সিনিয়র রিপোর্টার:

নির্বাচনে বিজয়ী হওয়ার এক মাস ১৯দিন পর মাটিরাঙ্গা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক। বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা পৌর ভবন প্রাঙ্গণে পদস্থ সরকারি কর্মকর্তা ও পৌরসভার বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে সাবেক মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী‘র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

পৌরসভার দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পৌরসভার নাগরিক সেবার মান বাড়াতে নবনির্বাচিত পৌর প্যানেলের প্রতি আহবান জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেছেন, জনবান্ধব কাজের মাধ্যমে পৌরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। পৌরসভাকে পৌর সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পৌরসভাকে পৌর সেবার প্রতিষ্ঠানে পরিণত করেই জনগণের সমর্থন অব্যাহত রাখতে হবে।

দায়িত্ব পালনে পৌর পরিষদকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দিয়ে সাবেক মেয়র ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী বলেন, দায়িত্ব হস্তান্তর করলেও এ পৌরসভার একজন নাগরিক হিসেবে সবসময় পৌর পরিষদের পাশে থাকবো।

পৌরবাসীর জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করার ঘোষণা দিয়ে মাটিরাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক জনগণের সেবা নিশ্চত করতে সব মহলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা হবে। তিনি বলেন, আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়ে আসলেও এ পৌরসভার দুয়ার সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রসঙ্গত, গেল ৩০ ডিসেম্বর তৃতীয় শ্রেণির মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. শামছুল হক ৭ হাজার ৩‘শ ৩৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী মো. বাদশা মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩‘শ ৮৬ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে ২৩ দিন পর গেল ২৪ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হকসহ তার নেতৃত্বাধীন পৌর পরিষদ চট্টগ্রামের সার্কিট হাউসে শপথ গ্রহণ করেন।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র হিসেবে মো. শামছুল হক‘র দায়িত্বভার গ্রহণের মধ্যদিয়ে মাটিরাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠার ১৩ বছর পর পৌরসভার মেয়র পদে প্রথম কোন আওয়ামী লীগ নেতা দায়িত্ব পালনের সুযোগ পেলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন