মানিকছড়িতে কারেন্ট জাল আটক, জেলেকে জরিমানা

SAM_1206

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়িতে হালদা’র উজানে নদীর শাখা-উপশাখায় অবাধে কারেন্ট জালে ঝাটকা নিধন চলছে। এমন সংবাদে বুধবার উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মানিকছড়ি খালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩টি কারেন্ট জালসহ স্থানীয় জেলে মোহাম্মদ ইসলামকে আটক করে জরিমানা করে।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, হালদা খাল মৎস্যের নিরাপদ আশ্রয়স্থল। এই খালে উজানে হালদার শাখা ও উপশাখাতে দীর্ঘ দিন ধরে স্থানীয় ব্যক্তিরা কারেন্ট জাল এবং বিষাক্ত গাছের ছাল থেকে নেওয়া রস পানিতে ছিটিয়ে মাছ ধরা অব্যাহত রেখেছিল। উপজেলা মৎস্য অফিস মাছ ধরার বিষয়টি নজরদারী করতে থাকে।

বুধবার সকালে মানিকছড়ির গোদারপাড় অংশে গুচ্ছগ্রামের মৃত. আফতাব উদ্দীনের ছেলে মোহাম্মদ ইসলাম (৫০) ৩টি কারেন্ট জাল পেতে মাছ ধরছিল। এই খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার যুথিকা সরকার দ্রুত সরজমিনে গিয়ে ওই জেলেকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ শত টাকা জরিমানা শেষে কারেন্ট জালগুলো জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা জানান, হালদার ঐতিহ্য ও মৎস্যের অভয়ারণ্য রক্ষায় তারা সর্বদা তৎপর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন