মানিকছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

fec-image

‘ঘূর্ণিঝড় সিত্রাং’ মোকাবেলায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী (কর্মকর্তা ইউএনও) রক্তিম চৌধুরী।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তহিদ উজ জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোহাম্মদ শাহনূর আলম, প্রকৌশলী (এলজিইডি)মো. মহব্বত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জবরুদ খান, সমবায় কর্মকর্তা মো. আইয়ুবুর রহমান,খাদ্য নিয়ন্ত্রক জুলিয়াস চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন, আনসার ভিডিপি প্রশিক্ষক মো. শোয়েব হোসেন, একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, ইউপি চেয়ারম্যান (প্যানেল) মো. ইদ্রিস ইসলাম বাচ্চু, মো. আবদুর রহিম, মো. আবুল কালাম আজাদসহ ইউপি সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় উপজেলার চার ইউনিয়নে মোট ১১টি আশ্রয় কেন্দ্র ও উপজেলা পরিষদে ১টি সহ মোট ১২টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোন প্রাকৃতিক দুর্যোগে উপজেলা কন্ট্রোল রুম সার্বক্ষনিক খোলা রাখাসহ যুব রেড ক্রিসেন্ট,পুলিশ, চিকিৎসক দলসহ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা এবং আপদকালীণ সময়ে শুকনো খাবারসহ সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

দুর্যোগকালীণ যে কোন প্রয়োজনে কন্ট্রোল রুম নম্বর ০১৮১৪২৩০০৯৯ ও ০১৫৫০৬০৪৫২৪ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্যোগ ব্যবস্থাপনা, মানিকছড়ি, সভা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন