মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো জান্তা সরকার

fec-image

মিয়ানমারে আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো দেশটির সামরিক সরকার। সু চি’র সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের একবছর পূর্ণ হওয়ার মধ্যেই এ কথা জানালো।

জান্তা সরকার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় চলমান জরুরির অবস্থার মেয়াদ বাড়ানোর কথা জানায়। গত বছরের ১ ফেব্রুয়ারি অবৈধ উপায়ে ক্ষমতায় বসে তারা। সেই সময় মিয়ানমারের জরুরি অবস্থা জারি করে। এখন নতুন করে ৬ মাস বৃদ্ধি করার ফলে দেশটিতে দুই বছর জরুরি অবস্থা হতে যাচ্ছে।

এদিকে আগামী ২০২৩ সালের দিকে মিয়ানমারে নির্বাচনের আয়োজনের পরিকল্পনা করছে সামরিক কর্তৃপক্ষ। তবে এ নিয়ে বিস্তারিত জানায়নি দেশটি। বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনীকে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এই বিদ্রোহীরা সামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গুরুত্বপূর্ণ শহর ইয়াঙ্গুনসহ বিভিন্ন জায়গায় সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে তারা।

সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড জাপান, সিনহুয়া নিউজ এজেন্সি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন