মিয়ানমার হয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ আসছে বাংলাদেশে: বিজিবি’র হাতে ১ কেজি স্বর্ণ আটক

Teknaf Pic-(A)-13-11-14
টেকনাফ প্রতিনিধি:
আন্তর্জাতিক রুট পরিবর্তন করে মিয়ানমার হয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ আসছে বাংলাদেশে, বিজিবি’র হাতে ১ কেজি স্বর্ণসহ ১ জন মিয়ানমারের নাগরিক আটক হয়েছে।

গত ১৩ নভেম্বর দুপুর ১২টায় হ্নীলা বিজিবি’র আউট পোস্টের সুবেদার মোহাম্মদ হালিমের নেতৃত্বে বিজিবি’র জোয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর পার্শ্বে ওয়াব্রাং নামক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি ৬’শ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বারসহ মিয়ানমারের নাগরিক নাগপুরা এলাকার পেঠান আলীর পুত্র মোহাম্মদ নুরুল বশর (৩০) কে আটক করে। আটককৃত স্বর্ণের দাম প্রায় ৪১ লক্ষ টাকা।

বিজিবি’র সূত্র মতে, এটাই হচ্ছে টেকনাফ-মিয়ানমার সীমান্তের আটককৃত স্বর্ণের সবচেয়ে বড় চালান বলে টেকনাফস্থ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আকাশপথ দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে স্বর্ণের বড় বড় চালান আসছে যা বিভিন্ন বিমানবন্দরে আটক হচ্ছে। সাম্প্রতিক সময়ে টেকনাফ ও মিয়ানমার সীমান্ত পয়েন্ট দিয়ে ছোট ছোট স্বর্ণের চালান মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও আইনপ্রয়োগকারী সংস্থা এর প্রতি এত নজর দেয়নি।

ইদানিং এ চালান আটক হওয়ার পর সবার দৃষ্টি এখন স্বর্ণ চালানের দিকে। বিজিবি’র মতে, তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং কারা কারা এর সাথে জড়িত হতে পারে তার অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন