রাঙামাটিতে অপহরণের ১৭দিন পর মুক্তি পেল দুই লঞ্চ শ্রমিক

মুক্তি

নিজস্ব প্রতিনিধি, পার্বত্যনিউজ:

রাঙামাটিতে অপহরণের ১৭ দিন পর দুই লঞ্চ শ্রমিকের মুক্তি দিয়েছে অপহরণকারীরা। সূত্রমতে, শুক্রবার
রাত ৯টার দিকে শহরের সাপছড়ি ইউনিয়ন এলাকা থেকে দুর্বৃত্তরা অপহৃত দুই শ্রমিককে মুক্তি দেয়।
পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের  যুগ্ন আহ্বায়ক মাঈন উদ্দীন সেলিম সাংবাদিকদের কাছে দুই শ্রমিক মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কী শর্তে অপহরণকারীরা শ্রমিকদের মুক্তি দিয়েছে তা নিয়ে কোনো পক্ষই মুখ খুলছে না। তবে সূত্র দাবী করেছে, অপহরণকারীদের শর্ত মেনে মুক্তিপণ দেয়ার পরই অপহরণকারীরা তাদের মুক্তি দিয়েছে। তবে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ সোহেল অপহৃতদের মুক্তির পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃতদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেয়া হচ্ছে। তথ্য পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত আট’টায় রিজার্ভ বাজারের পোড়া পাহাড় এলাকায় অবস্থিত লঞ্চের ডক ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা এমএল সফি নামে একটি লঞ্চ থেকে জসিম ও কাশেম নামে দুইজন কর্মচারিকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তুলে নিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে চলে যায়। অপহৃত দুইজনই লঞ্চ মালিক সমিতির সাধারন সম্পাদক মইনুদ্দিন সেলিমের মালিকানাধীন লঞ্চের কর্মচারি। তাদের মুক্তির দাবিতে একাধিকবার পরিবহন ধর্মঘটের
ঘোষণা দিলেও সর্বশেষ গত ২ এপ্রিল রাঙামাটি জেলায় সড়ক ও নৌ পরিবহন ধর্মঘট পালন করেছিলো রাঙামাটি পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন