রাঙামাটিতে বাজারফান্ড প্রশাসনের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে

Rangamati Press con pic copy
স্টাফ রিপোর্টার, রাঙামাটি:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড প্রশাসনের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে লংগদু এলাকার এক ইজারাদার।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের স্থানীয় এক রেস্তোরা আয়োজীত সংবাদ সম্মেলনে ইজারাদার সুজিত কুমার দাশ এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড প্রশাসন টেন্ডার প্রক্রিয়া যথাযথ নিয়ম না মেনে অনিয়মের মাধ্যমে রাঙামাটির লংগদু মাইনী বাজারকে নামমাত্র টাকা মূল্যে ইজারা দেয়া হয়েছে। তাছাড় বাজারফান্ড প্রশাসন দরপত্র আহবানের পদ্ধতি সঠিকভাবে অনুসরণ না করে মাইনীমুখ বাজারকে পূর্বের ইজারাদারকে মাত্র ২৩ লক্ষ টাকায় ইজারা দেয়া হয়েছে।

দরপত্র অংশগ্রহণ প্রক্রিয়ায় আরো অনেকে অংশগ্রহণ করলেও সর্বোচ্চ দরদাতাকে না দিয়ে অন্যায়ভাবে পূর্বের ইজারাদারকে বাজার ইজারা দিয়েছে বাজারফান্ড প্রশাসন। এতে রাঙামাটি বাজারফান্ড ১৩ লক্ষ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি করা হয়।

বাজারফান্ড প্রশাসনের কর্মকর্তাদের এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি দাবি জানায় বঞ্চিত এই ইজারাদার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন