রাঙামাটিতে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

fec-image

রাঙামাটিতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ নারী যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ যাত্রী।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গরিমালা চাকমা (৪২) এবং পরি চাকমা (৪৫)। আহতরা হলেন, অটোরিকশা চালক পিন্টু চাকমা (২২), রিপন চাকমা (৩৭), রিকন চাকমা (২৮), পরি চাকমা (৫০)।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসলে আহতদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাঠানো হয়েছে। হতাহতদের সকলের বাড়ি জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকায়।

একই ঘটনায় বাসের যাত্রী নাজিম উদ্দিন (৫০) আহত হন। তাকে রাঙামাটি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের জামালখান এলাকায়।

পুলিশ জানায়, শনিবার দুপুরে যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে রাক্সামাটি আসার পথে যাত্রী নিয়ে ভেদভেদী এলাকার সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। আহত হন অটোরিকশায় অবস্থান করা অপর চার যাত্রী। হতহতের শিকার অটোরিকশার যাত্রীরা কঠিন চীবর দানের সুতা কিনার জন্য সাফছড়ি থেকে ভেদভেদী এসেছিলো। আহত বাসের অপরযাত্রী তিনি রাঙামাটি স্টেডিয়ামে বয়স ভিত্তিক ফুটবল খেলার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রাঙামাটি আসছিলেন।

রাঙামাটি পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, এ ঘটনায় বাস চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন