রাঙামাটিতে বিজিবি’র অগ্নি-নির্বাপনে প্রশিক্ষণ কর্মশালা

04 copyস্টাফ রিপোর্টার:

রাঙামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে দেশে চলমান সহিংসতায় সড়ক ও নৌপথে জানমালে অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় বিজিবি সেক্টর হেড কোয়াটারে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, রাঙামাটি জেলা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ শওকত ওসমান পিএসসি। এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান, রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচারক মোঃ গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ শওকত ওসমান পিএসসি বলেন, চলমান সহিংসতায় হঠাৎ কোন দুর্ঘটনা ঘটলে তা দ্রুত মোকাবেলা করতে হলে আমাদের সকলকে কিছু কিছু তথ্য জানতে হবে। তাই ফায়ার সার্ভিস এর প্রশিক্ষণ প্রতিটি মানুষের খুবই গুরুত্বপূর্ণ। তিনি বাস চালক ও হেলফারদের বুদ্ধিমত্মার সাথে প্রশিক্ষণ গ্রহণ করে তা প্রয়োগের আহবান জানান।

পরে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন