রাঙামাটিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

fec-image

‘শিল্প, সংস্কৃতিক, সৃজনশীল ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌছে যাবো আমরা উন্নতির শিখরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণজাগরণের শিল্প আন্দোলন উপলক্ষ্যে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক উৎসবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তিনি বলেন, সারাদেশে এক ঘণ্টা করে যন্ত্রসঙ্গীত আয়োজনের মাধ্যমে আমরা গণজাগরনের শিল্প আন্দোলনের মশাল জ্বালাবো।

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রাঙামাটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউটের উপ-পরিচালক রনেল চাকমা এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সিনথিয়া চাকমা।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, পাহাড়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রঞ্জিত দেওয়ান। এছাড়াও জেলার বিভিন্ন সাংস্কতিক শিল্পীগোষ্ঠির শিল্পীরা গানে, নাচে ও কবিতা আবৃতিতে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন জেলা শিল্পকলা একাডেমি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, সাংস্কৃতিক উৎসব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন