রাঙামাটিতে ৪৬ ইউপিতে আ’লীগের প্রার্থী ঘোষণা

ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রির্পোটার:

ষষ্ঠ ধাপের (৪ জুন) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙ্গামাটি জেলার ৪৯টি ইউপির মধ্যে ৪৬টিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম রোববার প্রকাশ করেছে আওয়ামী লীগ। তবে জেলার জুরাছড়ির দুমদুম্যা এবং বাঘাইছড়ির বঙ্গলতলী ও সার্বোতলী ইউনিয়ন তিনটির নাম এখনো প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

বরকল উপজেলা: সুবলং ইউনিয়নে সুশান্তময় চাকমা, সদর ইউনিয়নে প্রভাত কুসুম চাকমা, আইমাছড়া ইউপিতে মো. নুরুল হক, ভুষণছড়া ইউপিতে মো. মামুনুর রশিদ মামুন ও বড় হরিণা ইউপিতে লালতনা পাংখোয়া।

জুরাছড়ি উপজেলা: সদর ইউপিতে মিতা চাকমা, বনযোগীছড়া ইউপিতে কেতন চাকমা ও মৈদং ইউপিতে লালবিহারী চাকমা।
কাউখালী উপজেলা: বেতবুনিয়া ইউপিতে খইযাবাই তালুকদার, ফটিকছড়ি ইউপিতে লাথোয়াই মারমা, ঘাগড়া ইউপিতে মো. বেলাল উদ্দিন ও কলমপতি ইউপিতে ক্যজাই মারমা।

নানিয়ারচর উপজেলা: বুড়িঘাট ইউপিতে মো. মামুন ভূঁইয়া, সাবেক্ষাং ইউপিতে পলেন তালুকদার, নানিয়ারচর সদর ইউপিতে ঝিল্লোল মজুমদার ও ঘিলাছড়ি ইউপিতে পরিতোষ চাকমা।

বিলাইছড়ি উপজেলা: ফারুয়া ইউপিতে বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউপিতে শেখ শাহিদুল ইসলাম ও বিলাইছড়ি সদর ইউপিতে তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা।

কাপ্তাই উপজেলা: কাপ্তাই সদর ইউপিতে আব্দুল লতিফ, রাইখালী ইউপিতে মংক্য মারমা, চন্দ্রঘোনা ইউপিতে মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, ওয়াঙ্ঘা ইউপিতে চিরঞ্জিত তনচংগ্যা ও চিৎমরম ইউপিতে থুইচাইপ্রু মারমা।

রাজস্থলী উপজেলা: ঘিলাছড়ি ইউপিতে পুলুখয় তালুকদার, গাইন্দা ইউপিতে উবাচ মারমা ও বাংগালহালিয়া ইউপিতে ঞোমং মারমা।

লংগদু উপজেলা: মাইনীমুখ ইউপিতে মো. আবদুল বারেক সরকার, আটারকছড়া ইউপিতে আব্দুর রহিম, কালাপাকুজ্যা ইউপিতে মো. মোস্তফা মিয়া, গুলশাখালী ইউপিতে মো. আবদুর রহিম, লংগদু সদর ইউপিতে মো. ইমাম হোসেন, ভাসন্যাদাম ইউপিতে মো. হযরত আলী ও বগাচত্বর ইউপিতে মো. আব্দুল রশিদ।

বাঘাইছড়ি উপজেলা: সাজেক ইউপিতে মো. আনোয়ার হোসেন, রূপকারী ইউপিতে শ্যামল চাকমা, মারিশ্যা ইউপিতে সুমন চাকমা, বাঘাইছড়ি ইউপিতে অলিভ চাকমা, খেদারমারা ইউপিতে কান্তিময় চাকমা ও আমতলী ইউপিতে মো. রাসেল চৌধুরী।

রাঙ্গামাটি (সদর) উপজেলা: সাপছড়ি ইউপিতে মো. মোস্তাফিজুর রহমান, জীবতলী ইউপিতে অর্জুন তালুকদার, মগবান ইউপিতে মো. জহিরুল ইসলাম, বালুখালী ইউপিতে অমর কুমার চাকমা, বন্দুকভাঙ্গা ইউপিতে মানিক্য কিশোর চাকমা ও কুতুকছড়ি ইউপিতে ছুপি চাকমা।

২৩ এপ্রিল তৃতীয় ধাপে রাঙামাটির ৪৯টি ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল। ২৯ মার্চ এক চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন জেলা নির্বাচন কার্যালয়কে আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে নির্বাচন অনুষ্ঠান করার সিদ্ধান্ত জানিয়ে দেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন