রাঙামাটিতে ৪৮ ঘন্টার প্রথম দিনের হরতাল চলছে

pic2-1-copy

রাঙামাটি প্রতিনিধি:

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিল ও বান্দরবানের বাঙ্গালী নেতা মো: আতিকুর রহমান আতিকের মুক্তির দাবীতে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন পালন করছে বাঙ্গালী পাঁচ সংগঠন। বাঙ্গালীদের অধিকার আদায়ে আন্দোলনরত পাঁচ সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ যৌথভাবে তিন পার্বত্য জেলায় (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) এ হরতালের ডাক দেয়।

হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকেই রাঙামাটি জেলায়  বিভিন্ন পয়েন্টে পিকেটিং করতে দেখা গেছে বাঙ্গালী নেতাকর্মীদের।

এদিকে হরতালের সর্মথনে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে  মিছিল করতে দেখা গেছে। হরতালের কারণে রাঙামাটি থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লা ও অভ্যন্তরীন সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। হাট-বাজারগুলোতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রশিদ জানান, হরতালকে ঘিরে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনার কথা এখন আমরা শুনিনি। হরতালের কারণে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিকে টহল দিতে দেখা গেছে।

উল্লেখ্য যে, গত রোববার পার্বত্য গণপরিষদের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ও রোববার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় আন্দোলনরত পাঁচ বাঙ্গালী সংগঠন।

প্রসঙ্গত, গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৪টি সংশোধনী ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে ৯ আগস্ট আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয় এবং সর্বশেষ গত ৬ অক্টোবর আইনটি জাতীয় সংসদে পাস করা হয়। এই সংশোধনী আইনকে দেশের স্বার্বভৌমত্বের জন্য হুমকী এবং অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে শুরু থেকেই আন্দোলন করে আসছে পার্বত্য বাঙ্গালীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন