রাঙামাটির ৪৮টি ইউনিয়নে জেএসএস ২৩, আওয়ামী লীগ ১৩, ইউপিডিএফ ৯ আসনে বেসরকারীভাবে নির্বাচিত

ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি জেলার ২৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থীত স্বতস্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। এছাড়া আওয়ামীলীগ (নৌকা) ১৩টি, বিএনপি (ধানের শীষ) ১টি, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থীত স্বতন্ত্র প্রার্থী ৯টি ও নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী ২টি পদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি জেলার ১০উপজেলার ৪৭টি ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন-

রাঙামাটি সদর উপজেলা

বন্দুকভাঙ্গা ইউনিয়ন-বরুণ কান্তি চাকমা (জেএসএস), বালুখালী ইউনিয়ন-বিজয় গিরি চাকমা (জেএসএস), জীবতলী ইউনিয়ন- সুদত্ত বিকাশ কার্বারী (জেএসএস), মগবান ইউনিয়ন-বিশ্বজিৎ চাকমা (জেএসএস), কুতুকছড়ি ইউনিয়ন-কানন চাকমা (ইউপিডিএফ), সাপছড়ি ইউনিয়ন- মৃণাল কান্তি চাকমা (জেএসএস)।

বরকল উপজেলা

বড় হরিণা ইউনিয়ন- লীলাময় চাকমা (জেএসএস), ভুষণছড়া ইউনিয়ন-মামুনুর রশীদ মামুন (আ’লীগ), আইমাছড়া ইউনিয়ন-অমর কুমার চাকমা (জেএসএস), বরকল সদর ইউনিয়ন-কমলেন্দু বিকাশ চাকমা (জেএসএস), সুবলং ইউনিয়ন -তরুণ জ্যোতি চাকমা (জেএসএস),

নানিয়ারচর উপজেলা

সাবেক্ষ্যং ইউনিয়ন- সুশীল জীবন চাকমা (ইউপিডিএফ), নানিয়ারচর সদর ইউনিয়ন-জ্যোতিলাল চাকমা (ইউপিডিএফ), বুড়িঘাট ইউনিয়ন- প্রমোদ খীসা (ইউপিডিএফ), ঘিলাছড়ি ইউনিয়ন অমরকান্তি চাকমা (ইউপিডিএফ)।

বাঘাইছড়ি উপজেলা

আমতলী ইউনিয়ন- মো. রাসেল আহমেদ (আ’লীগ), রূপকারী শ্যামল কান্তি চাকমা (আ’লীগ), মারিশ্যা ইউনিয়ন- মানবজ্যোতি চাকমা (জেএসএস), সাজেক ইউনিয়ন- নেলসন চাকমা (ইউপিডিএফ), খেদারমারা ইউনিয়ন-সন্তোষ কুমার চাকমা (জেএসএস), সারোয়াতলী ইউনিয়ন-তুষার কান্তি চাকমা (জেএসএস), বঙ্গলতলী ইউনিয়ন-জ্ঞানজ্যোতি চাকমা (ইউপিডিএফ), বাঘাইছড়ি সদর ইউনিয়ন-সুনীল বিহারী চাকমা (জেএসএস)।

কাউখালী উপজেলা

ফটিকছড়ি ইউনিয়ন-ধন কুমার চাকমা (ইউপিডিএফ), বেতবুনিয়া ইউনিয়ন-খুইসাবাই মারমা (আ’লীগ), ঘাগড়া জগদীশ চাকমা (ইউপিডিএফ), কলমপতি ক্যজাই মারমা (আ’লীগ)।

কাপ্তাই উপজেলা

চিৎমরম ইউনিয়ন- খ্যাইসাঅং মারমা (জেএসএস), কাপ্তাই সদর ইউনিয়ন -প্রকৌশলী আবদুল লতিফ (আ’লীগ), ওয়াগ্গা ইউনিয়ন- চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা (আ’লীগ), রাইখালী ইউনিয়ন -সাইমং মারমা (জেএসএস)।

জুরাছড়ি উপজেলা

বনযোগীছড়া ইউনিয়ন- সন্তোষ বিকাশ চাকমা (জেএসএস), জুরাছড়ি সদর ইউনিয়ন-ক্যানন চাকমা (জেএসএস), দুমদুম্যা ইউনিয়ন- শান্তিরাজ চাকমা (জেএসএস), মৈদং ইউনিয়ন – সাধনানন্দ চাকমা (জেএসএস)।

বিলাইছড়ি উপজেলা

বিলাইছড়ি সদর ইউনিয়ন-সুনীল কান্তি দেওয়ান (জেএসএস), কেংরাছড়ি ইউনিয়ন-অমরজীবন চাকমা (জেএসএস), ফারুয়া ইউনিয়ন-বিদ্যালাল তঞ্চঙ্গ্যা (আ’লীগ)।

লংগদু উপজেলা

লংগদু সদর ইউনিয়ন-কুলিন মিত্র চাকমা (স্বতন্ত্র), আটারকছড়া ইউনিয়ন-মঙ্গল কান্তি চাকমা (স্বতন্ত্র), মাইনীমুখ ইউনিয়ন-আবদুল বারেক সরকার (আ’লীগ), গুলশাখালী ইউনিয়ন- আবু নাছির (বিএনপি), বগাচত্বর ইউনিয়ন-আবদুর রশীদ (আ’লীগ), ভাসান্যাদম ইউনিয়ন-হজরত আলী (আ’লীগ), কালাপাকুজ্যা ইউনিয়ন- মোস্তফা মিয়া (আ’লীগ)।

রাজস্থলী উপজেলা

ঘিলাছড়ি ইউনিয়ন-সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা (জেএসএস), গাইন্দ্যা ইউনিয়ন-উথান মারমা (জেএসএস), বাঙ্গালহালিয়া ইউনিয়ন-নিউমং মারমা (আ’লীগ)।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন