রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে ৫টি বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বই প্রদান

fec-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার শিক্ষা ব্যবস্থার মানােন্নয়নে বিভিন্ন বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বই বিতরণ প্রসংগে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার মানােন্নয়নের অংশ হিসেবে গৃহীত পদক্ষেপের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক ৫টি বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বই প্রদান কর্মসূচীর আয়ােজন করা হয়েছে।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেলে ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি রাঙ্গামাটি পার্বত্য জেলার ৫টি বিদ্যালয়ে লাইব্রেরীর জন্য বই প্রদান করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে “জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে দেশ ও জাতি গঠনে সম্মুখ ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান”।

এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার প্রসারে সেনাবাহিনী কর্তৃক ভবিষ্যতে এধরনের আরও উন্নয়মূলক কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন