রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান-সদস্য পদে মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের জোর লবিং

rhdc

রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যানের মধ্যে বৃষকেতু চাকমা, কেরল চাকমা, সন্তোষ চাকমা, সমরেশ দেওয়ান, অংসুই প্রু চৌধুরী, অংশুই ছাইন চৌধুরী, চিংকিউ রোয়াজাসহ অনেকের নাম শোনা যাচ্ছে। তৃণমুলসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও জনগণের দাবি আসন্ন পরিষদেও বর্তমান চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে বহাল রাখা।

তারা দলীয় নেতাকর্মীসহ ব্যাপক জনগণের স্বত:স্ফূর্ত ও জোরালো সমর্থনের বিষয়টি বিবেচনায় নিতে সরকারের কাছে দাবি জানান। অনেকে মনে করছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমাকে নতুন পরিষদে আবার নিয়োগ দেয়া হলে এলাকার উন্নয়নের ধারা বজায় রাখা সম্ভব। পাশাপাশি বর্তমান সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠবে।

বিগত সময়ে নিখিল কুমার চাকমা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি, ক্রীড়াসহ তথ্য-প্রযুক্তির উন্নয়নে বহুবিধ কর্মকান্ড বাস্তবায়ন করেছেন। আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে রাঙ্গামাটিতে ইউএনডিপি-সিএইচটিএফ প্রকল্পে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করায় জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার প্রতি সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী। তার এসব উন্নয়ন কর্মকান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান সরকারের ভাবমূর্তির যেমন উজ্জ্বল হয়েছে পাশাপাশি কৃতজ্ঞ এলাকার জনগণ।

অন্যদিকে সদস্য পদে নিয়োগ পেতে দৌঁড়ঝাঁপে ব্যস্ত আওয়ামী লীগের স্থানীয় নেতারা। ১৪ জনের সদস্য পদে মনোনয়ন পেতে লবিং তদবিরে রয়েছেন অন্তত অর্ধশতাধিক নেতা। তারা সরকারের উচ্চ পর্যায়ে ধরনা দিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। সচিবালয়ের আশে পাশে বিভিন্ন হোটেল ভাড়া করে তারা অবস্থান করছেন।

সংশোধিত আইনে একজন (উপজাতি) চেয়ারম্যানসহ ১৫ সদস্য নিয়ে পুনর্গঠিত হবে পার্বত্য জেলা পরিষদ। আগে ছিলেন চেয়ারম্যানসহ পাঁচ সদস্য। তবে এবার পরিষদ গঠন নিয়ে এলাকার বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে ক্ষমতাসীন দলের একচ্ছত্র লোক না দিয়ে তাদের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিও নিয়োগ দেয়া হলে আসন্ন পরিষদ হবে সবার গ্রহণযোগ্য। এতে সরকারও সমালোচনার উর্ধ্বে থাকতে পারবে।

বিষয়টি বিবেচনায় নিতে রাঙ্গামাটির সাংবাদিক সমাজ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, প্রথাগত নেতৃত্ব হেডম্যান, কারবারি, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, সামাজিক ও সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশাজীবীর শতাধিক মানুষের গণস্বাক্ষরে বিশিষ্ট সাংবাদি সুশীল প্রসাদ চাকমাকে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নিয়োগের জন্য প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাবনা আকারে একাধিক আবেদন পাঠানো হয়েছে।

এছাড়াও রাঙ্গামাটিতে সদস্য পদের জন্য লবিং তদবিরে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে চাকমা কোটায় চারটি পদে প্রিয় নন্দ চাকমা, আশীষ কুমার চাকমা নব, সমরেশ দেওয়ান, অভয় প্রকাশ চাকমা, প্রবর্তক চাকমা, সুবীর চাকমা, সদানন্দ চাকমা, মারমা কোটায় দুটি পদে অংসুপ্রু চৌধুরী, অংশু ছাইন চৌধুরী, অংচা প্রু মারমা, নিউচিং মারমা, মিন্টু মারমা, খিয়াং, লুসাই ও পাংখোয়া কোটায় লাল এংলিয়ানা পাংখোয়া, রিংসেন পাংখোয়া, ত্রিপুরা কোটায় একটি পদে স্মৃতি বিকাশ ত্রিপুরা, ঝিনুক ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা কোটায় একটি পদে মৃনাল কান্তি তঞ্চঙ্গ্যা, উত্তম তঞ্চঙ্গ্যা,অমর তঞ্চঙ্গ্যা, জয়সেন তঞ্চঙ্গ্যা, অ-উপজাতীয় তিনটি পদে মুছা মাতব্বর, মুজিবুর রহমান দীপু, কাজী জসিম উদ্দিন, আবদুর রহিম, জানে আলম, অমর কুমার দে, বিজয় রতন দে (পান বিজয়), সাংবাদিক সুনীল কান্তি দে, ত্রিদিব দাশ, উপজাতীয় মহিলা আসনে সান্ত¡না চাকমা, ফুলমতি ত্রিপুরা ও অ-উপজাতীয় মহিলা আসনে শীলা রায়, মনোয়ারা জসিম, রোকসানা আক্তার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন