রাঙ্গামাটি শহরে ১১০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

1426610703

স্টাফ রিপোর্টার॥

রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে দুইটি ব্যাগভর্তি ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দশটার সময় তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।

পুলিশ সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাত দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভেদভেদী এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের উপর একটি ছেলে দুইটি ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশের সদর সার্কেল এএসপি চিত্ত রঞ্জন পাল, কোতয়ালী থানান দ্বিতীয় কর্মকর্তা এসআই শাহ আলম, এসআই প্রিয়তোষ, এসআই সনৎ ও ভেদভেদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রধান সড়কের উপর থেকে শ¤ভু মজুমদার (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশ। এসময় তার হাতে থাকা একটি স্কুল ব্যাগ ও একটি ট্রাভেল ব্যাগও জব্দ করে পুলিশ। পরে শ¤ভু’র স্বীকারোক্তি অনুসারে ব্যাগ দুইটি খুলে ভেতরে বিশেষভাবে রক্ষিত ১১০ বোতল ভারতীয় বিক্রয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শ¤ভু জানায়, তার বাড়ি রাঙ্গামাটি শহরের ট্রাইবেল আদাম এলাকায়। তার পিতার নাম- সুনীল কান্তি মজুমদার।

অভিযান পরিচালনাকারি সদর সার্কেল এএসপি চিত্ত রঞ্জন পাল জানিয়েছেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১০ বোতল ফেনসিডিলসহ যুবক শ¤ভুকে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর ’বি’ ধারায় মামলা দায়ের করা হচ্ছে। কোতয়ালী থানায় দায়েতকৃত মামলা নাম্বার-৪ তারিখ-১৬/০৩/২০১৫ ইং।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন