রাজস্থলীতে মহিলা মাদ্রাসা ও এতিম খানা উদ্বোধন

fec-image

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার পার্শ্ববর্তী বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের ইসলামপুর হাকিম টিলায় নবনির্মিত ইসলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নবনির্মিত কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ইমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন-যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করা হয় ।

এ সময় অন্যান্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন, মো. সলিমুল্লাহ, কামাল উদ্দিন, হাফেজ মুফতি আব্দুল কাদের, রাশেদুল হক, আব্দুল গাফফার হাওলাদার, ওমর ফারুক, সাইফুল ইসলাম, নাজিম উদ্দিন, রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা, ইউপি সদস্য বাদশা আলমঙ্গীর, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, সাবেক ইউপি সদস্য শামসুল আলম, জয়নাল আবেদীন, শহিদুল ইসলাম, মো. শাহেব আলী খোকা, কারবারি আব্দুল হাকিম, আব্দুল জলিল মোড়ল, ছাত্তার আকন্দ, মিজানুর রহমান, আকবর আলী, ইসহাক সওদাগর, মো. মজিবুর রহমান, নুরুল আলম পলাশসহ আরো অনেকে।

মেয়েদের দ্বীনি শিক্ষার জন্য এলাকায় তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। ধীরে ধীরে এই মাদ্রাসাটি যাতে দাখিল থেকে কামিল মাদ্রাসায় রূপান্তর করা যায় সেজন্য সকলকে উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা।

নবনির্মিত ইসবলামপুর কামরুন তৈয়ব মহিলা মাদ্রাসাটি এক কাতার প্রবাসীর অনুদানে এক একর জায়গা ক্রয় করে নির্মাণ করে দিচ্ছেন বলে মাদ্রাসা কমিটি কর্তৃক জানা যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন